Advertisement
Advertisement
Anil Ambani

২০০০ কোটির তছরুপের অভিযোগ, এবার অনিল আম্বানির ৬ ঠিকানায় তল্লাশি সিবিআইয়ের

চলতি মাসেই আম্বানিদের প্রায় ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি।

CBI Raids Premises Linked To Anil Ambani In Rs 2,000 Crore Bank Fraud Case

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 23, 2025 1:49 pm
  • Updated:August 23, 2025 1:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল আম্বানি। ইডির পর এবার অনিল আম্বানির বিরুদ্ধে তদন্তে তোড়জোড় শুরু করল সিবিআই। শনিবার অনিলের ছ’টি ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক তছরুপের প্রমাণ জোগাড়ের লক্ষ্যেই ওই তল্লাশি বলে খবর।

Advertisement

অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কম কর্ণধার। ওই বিপুল ঋণের মধ্যে অন্তত ২ হাজার কোটি টাকা স্টেট ব্যাঙ্ক থেকে পাওয়া। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের।

আর্থিক তছরুপের অভিযোগে চলতি মাসেই আম্বানিদের প্রায় ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার সিবিআইও আসরে নামল। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টরকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রের খবর, এসবিআই মনে করছে তাঁদের দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহার করেনি রিলায়েন্স। টাকা নয়ছয় হয়েছে। সেকারণেই আর কমের দেউলিয়া দশা। সত্যিই কোনও তছরুপ হয়েছে কিনা সেটা নিশ্চিত করতেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে সিবিআই। সেই লক্ষ্যেই শনিবারের তল্লাশি। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ