Advertisement
Advertisement
Uttar Pradesh

বিয়ে করে ফেরার পথে খাদে পড়ল বরের গাড়ি, মৃত পাঁচ, গুরুতর আহত ৬

অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের।

Car carrying wedding guests falls into ditch in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 31, 2025 2:02 pm
  • Updated:May 31, 2025 2:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরের গাড়ি। দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। ছ’জন গুরুজর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌইতে।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া সকলে কুসুমা গ্রামে একটি বিয়েবাড়ি থেকে পাটিয়ানিম গ্রামে ফিরছিলেন। ওই গাড়িতেই ছিলেন বর। তিনি সবে বিয়ে করে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আলমনগরের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানেই বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ও দমকল আধিকারিকরা পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থল থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ছ’জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাসস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পালি থানার সার্কেল অফিসার অনুজ কুমার মিশ্র বলেন, “অতিরিক্ত গতির জন্য একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। গুরুতর আহত অবস্থায় ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ