Advertisement
Advertisement
PM Modi

‘আমি শিবভক্ত, সব বিষ গিলতে পারি’, ‘মায়ের অপমান’ হজম করে নিজেকে ‘নীলকণ্ঠ’ বললেন মোদি

সম্প্রতি বিহারে মোদির মাকে অপমানের অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে।

Can swallow all insults like Lord Shiva, says PM Modi
Published by: Amit Kumar Das
  • Posted:September 14, 2025 4:14 pm
  • Updated:September 14, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে অপমানের অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার অসম সফরে গিয়ে সেই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেকে শিবভক্ত বলে দাবি করে জানালেন, ‘আমাকে যত গালি দিক না কেন, সমস্ত বিষ হজম করতে পারি।’

Advertisement

সম্প্রতি বিহারের দ্বারভাঙায় ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদির মাকে অপমানের অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে শোনা যায়, বিরোধী দলের মঞ্চ থেকে বেশ কয়েকজন কর্মী মোদি ও তাঁর মাকে গালিগালাজ করছেন। ঘটনার জেরে এফআইআর দায়েরের পাশাপাশি এক যুবককে গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে অসমের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিতে পারি।” একইসঙ্গে বলেন, “জনতা জনার্দনই আমার কাছে ভগবান। আমার ভগবানের সামনে এলে আমার হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোর্ট কন্ট্রোল।”

শুধু তাই নয়, ওই সভা থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কংগ্রেস অসমের ভূমিপুত্র ভূপেন হাজারিকাকে অপমান করেছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভূপেন হাজারিকার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” শুধু তাই নয়, অসম সফরে কংগ্রেসকে ‘দেশদ্রোহী’ বলে তোপ দাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া সুরে জানিয়ে দিলেন, ‘এই কংগ্রেস দেশের সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তানী জঙ্গিদের সমর্থন করে। এদের জন্যই আশকারা পাচ্ছে অনুপ্রবেশকারীরা। এরাই ঢাল হয়ে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।’

কংগ্রেসকে তুলোধনা করে প্রধানমন্ত্রী জানান, “কয়েক দশক অসম শাসন করেছে কংগ্রেস। কিন্তু ব্রহ্মপুত্র নদীতে মাত্র ৩টি ব্রিজ তৈরি করেছে। অথচ বিজেপি সরকার আসার পর গত ১০ বছরে এমন ৬টি ব্রিজ তৈরি করেছি আমরা।” অসমের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে মোদি আরও বলেন, “বর্তমানে ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই আর্থিক উন্নতির জোয়ারে অসমের যগদান ১৩ শতাংশ। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের দৌলতে। বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ভূমিকা পালন করছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ