Advertisement
Advertisement

৫ লক্ষ পণ চেয়ে বিয়ে বাতিল বরপক্ষের, পুলিশের দ্বারস্থ কনে

বর ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Bride approaches police after groom cancelled marriage over dowry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2017 6:32 am
  • Updated:March 30, 2017 6:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝলমলে আলো। আত্মীয়-স্বজনদের আনাগোনা। আর পাঁচটি মেয়ের মতো চোখে রঙিন স্বপ্ন নিয়ে বিয়ের পর একটি সুন্দর ভবিষ্যতের কল্পনায় বুঁদ ছিল সে। হবু বরের কথা ভেবে হয়ত একটু চঞ্চলও ছিল মন। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে বরপক্ষ ৫ লক্ষ টাকার পণ চেয়ে বিয়ে ভেঙে দেয়। এই ঘটনায় প্রথমে দারুন আঘাত পেলেও সামলে উঠে পুলিশে অভিযোগ জানায় ওই মহিলা। এনিয়ে পণ আইনের ধারায় একটি মামলা রুজু করে পুলিশ।

Advertisement

[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৫ মার্চ দিল্লির সংগম বিহারের বাসিন্দা ঘাজলা শিনের সঙ্গে বিয়ে ঠিক হয় নয়ডার রশিদ আহমেদ আনসারির। সেই মতো বিয়ের যাবতীয়  আয়োজন সেরে ফেলে কনে পক্ষ। কিন্তু বিয়ের একদিন আগে বর ও তাঁর পরিবার কনে পক্ষের  কাছে ৫ লক্ষ টাকা পণ দাবি করে। এই ঘটনায় বর ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[বিশাল পাইথনের পেট চিরে মিলল নিখোঁজ যুবকের দেহ, দেখুন ভিডিও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস