Advertisement
Advertisement
Patna Airport

পাটনা বিমানবন্দরে বোমাতঙ্ক! চলছে চিরুনি তল্লাশি

কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়।

Bomb threat in Patna Airport
Published by: Subhodeep Mullick
  • Posted:July 12, 2025 7:48 pm
  • Updated:July 12, 2025 7:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক! শনিবার দুপুরে বিমানবন্দর কতৃপক্ষকে একটি হুমকি ইমেল পাঠানো হয়। তারপরই শোরগোল পড়ে যায়। গোটা বিমানবন্দরজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুরে বিমানবন্দরের ডিরেক্টরের ইমেলে একটি হুমকি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ‘বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে। বিস্ফোরণের জেরে মৃত্যু হতে পারে বহু মানুষের।’ তারপরই সেখানে আতঙ্ক ছড়ায়। খালি করে দেওয়া হয় বিমানবন্দর চত্বর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। বর্তমানে সেখানে চলছে তল্লাশি। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত বিমানবন্দরে কোনও বোমার হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। 

বিমানবন্দর কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, হুমকিবার্তা পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোথা থেকে এই ইমেলটি করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, দেশের বিভিন্ন শহরে এরকম হুমকিবার্তা নতুন নয়। তদন্ত করে দেখা গিয়েছে সেগুলির সবকটিই ভুয়ো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ