Advertisement
Advertisement
Delhi

দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! পরীক্ষা থামিয়ে বাড়ি পাঠানো হল পড়ুয়াদের

শুধু সেপ্টেম্বর মাসেই এই নিয়ে প্রায় তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে।

bomb threat at several schools at Delhi pupil evacuate

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 20, 2025 10:50 am
  • Updated:September 20, 2025 11:19 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমাতঙ্ক দিল্লিতে। শুধু সেপ্টেম্বর মাসেই এই নিয়ে প্রায় তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে। এরমধ্যে দু’বারই নিশানায় ছিল বিভিন্ন স্কুল। জানা গিয়েছে, শনিবার দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলে ছড়ায় বোমাতঙ্ক। এছাড়াও দিল্লির নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে।

Advertisement

স্কুলগুলিতে সেই সময়ে পরীক্ষা চলায় ভিড় ছিল কচিকাঁচাদের। এর মধ্যেই বোমা হামলার হুমকি চাঞ্চল্য ছড়ায় আভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। জানা গিয়েছে শনিবার সকাল ৬.৩০ মিনিটে নজফগড়ের একটি স্কুল থেকে দিল্লির ফায়ার সার্ভিসের কাছে প্রথম ফোন আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থলে পৌঁছেই স্কুল থেকে কর্মীদের সরিয়ে আনা হয়। পরীক্ষা থামিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। পুলিশের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে বারবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি-এনসিআর এলাকায়। যদিও সব বোমাতঙ্কই পরবর্তীকালে ভুয়ো বলে প্রমাণিত হয়। গত আট মাসে প্রায় ১৫০ স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাই কোর্টও। এই মাসের শুরুতেই মুখ্যমন্ত্রীর কার্যালয় ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসে। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরেই আদালত চত্তরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুনানি স্থগিত রাখা হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিচারক, আইনজীবী, মামলাকারী এবং কর্মীদের আদালত চত্তর থেকে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

দিল্লির স্কুলগুলিতে বারবার বোমা হামলার হুমকি আসায় প্রশাসনের তরফে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলগুলিকে নিরাপদ করার জন্য সরকারের তরফে নতুন নিরাপত্তা বিধি তৈরি করা হয়েছে। স্কুলগুলিকে বেশি মাত্রায় সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়মিত বোমাতঙ্ক সামলানোর মহড়া, নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত পরীক্ষা এবং জরুরি অবস্থায় প্রতিবন্ধী শিশুদের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ