Advertisement
Advertisement
Patna

পাটনা বিমানবন্দরে নির্মীয়মাণ টার্মিনালে উদ্ধার মহিলার পচাগলা দেহ

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিমানবন্দর এলাকায়।

Body of woman found inside drain pipe at patna airport

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 11, 2025 4:09 pm
  • Updated:May 11, 2025 5:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরের নির্মীয়মাণ নতুন টার্মিনালে উদ্ধার মহিলার পচাগলা দেহ উদ্ধার। পাইপ কেটে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। হাড়হিম ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা বিমানবন্দরে। বিষয়টি রবিবার সামনে এনেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিমানবন্দর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিমানবন্দর থানার পুলিশের কাছে খবর আসে পাইপের ভিতরে মহিলার দেহ দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিমানবন্দর থানার পুলিশ। পাইপকেটে মহিলার পচাগলা দেহটি উদ্ধার করেন তদন্তকারীরা।

এক পুলিশ আধিকারিক বলেন, “নালাগুলি পরিদর্শন করার সময় মহিলার দেহটি নজরে আসে কর্মীদের। খবর আসে পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপরেই খুনের কারণ স্পষ্ট হবে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।”

মহিলার দেহ উদ্ধারের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই মহিলাকে অন্য কোথাও খুন করে দেহ বিমানবন্দর এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল? নাকি এলাকাতেই খুন করে দেহ লুকিয়ে রাখা হয়। হাই সিউকিউরিটি এলাকায় মহিলাকে খুন করে পাইপে ঢুকিয়ে হল কেউ জানতে পারলেন না কেন? মহিলার পরিচয়ও জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, নির্মাণকর্মীদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ