Advertisement
Advertisement
Delhi Assembly

জোটসঙ্গীদের গুরুত্ব নয়, দিল্লিতে একাই লড়তে চলেছে বিজেপি

বিজেপি মনে করছে জোটসঙ্গীদের আসন ছেড়ে বিশেষ লাভ হচ্ছে না।

BJP May Ditch Allies In Delhi To Go Solo In All 70 Assembly Seats
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2024 12:07 pm
  • Updated:December 29, 2024 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়তে চলেছে বিজেপি। ইঙ্গিত দিলেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব। ২০২০ বিধানসভা নির্বাচনে বিহারের দুই শরিককে দিল্লিতে আসন ছেড়েছিল বিজেপি। এবার কাউকেই কোনও ছাড়া হবে না বলে খবর।

Advertisement

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আরও অন্তত মাস দেড়েক সময় বাকি। তবে আপ, বিজেপি, কংগ্রেস তিন শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আপ ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে সে তুলনায় খানিকটা পিছিয়ে বিজেপি। গেরুয়া শিবির এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। সেটার অন্যতম কারণ হতে পারে জোটশরিকদের সঙ্গে আসনরফার আলোচনা।

আসলে দিল্লিতে বহু প্রবাসী বিহারী বাস করেন। সেই ভোটারদের টানতে ২০২০ সালে বিহারের দুই জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড এবং এলজেপিকে মোট ৩ আসন ছাড়ে বিজেপি। দুটি আসন ছাড়া হয় নীতীশ কুমারের জেডিইউকে। একটি আসন ছাড়া হয় এলজেপিকে। ওই বিহারের জোটসঙ্গীরা এবারও দিল্লিতে আসন দাবি করেছিল। সেই সঙ্গে বিজেপির কাছে আসন চেয়েছিল অজিত পওয়ারের দল এনসিপিও।

কিন্তু বিজেপি মনে করছে জোটসঙ্গীদের আসন ছেড়ে বিশেষ লাভ হয়নি। এমনিই কুড়ির ভোটে আপ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে। বিজেপি নিজেও বাজে ফল করে। শরিকরাও খাতা খোলেনি। এবার তাই শরিকদের জন্য আসন না ছেড়ে কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে দিল্লি বিজেপি। শোনা যাচ্ছে, এবার বিজেপির একাধিক বড় মুখ ভোট ময়দানে নামতে চলেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ