Advertisement
Advertisement
Modi Ka Parivar

‘মোদি কা পরিবার’, লালুকে জবাব দিতে সোশাল মিডিয়ায় বায়ো বদল শাহ-নাড্ডার

নরেন্দ্র মোদি পরিবারহীন নন, প্রমাণ করতে বায়ো বদলের হিড়িক বিজেপিতে।

BJP leaders write Modi Ka Parivar in their social media account on lalu's jibe.

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:March 4, 2024 4:06 pm
  • Updated:March 4, 2024 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধে সরব হওয়া নরেন্দ্র মোদিকে তোপ দেগে তাঁর পরিবারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এই ইস্যুতেই এবার সদলবলে মাঠে নেমে পড়ল বিজেপি। নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিবারহীন নন, প্রমাণ করতে বায়ো বদলের হিড়িক শুরু হল বিজেপির (BJP) অন্দরে। এক্স হ্যান্ডেলে নামের পাশে বায়োতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লিখলেন, ‘মোদি কা পরিবার’। একইসঙ্গে লালুকে জবাব দিলেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার পাটনায়। ইন্ডিয়া জোটের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লালু প্রসাদ বলেন, “নরেন্দ্র মোদি আজ-কাল পরিবারবাদ নিয়ে বিরোধীদের আক্রমণ শানাচ্ছেন। উনি দাবি করছেন, বিরোধীরা পরিবারের জন্য লড়ছেন।” এর পরই মোদির উদ্দেশে লালুর কটাক্ষ, “আপনার তো পরিবারই নেই।” লালুর সেই মন্তব্যের পালটা দিতে সোমবার মাঠে নামতে দেখা গেল বিজেপিকে। অমিত শাহ, জে পি নাড্ডার মতো নেতৃত্বের পাশাপাশি, সোশাল মিডিয়ায় নিজেকে মোদি পরিবারের সদস্য বলে দাবি করতে শুরু করলেন বিজেপি নেতারা। পাশাপাশি, এদিন তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীরা আমার পরিবার নিয়ে আমায় আক্রমণ করছেন। কিন্তু আজ গোটা দেশ বলছে আমি মোদির পরিবার।’

amit shahs x handle
Amit Shah’s X handle

[আরও পড়ুন: ‘হেনস্তাই উদ্দেশ্য হলে সাহায্য করতাম না’, মালদ্বীপের ভারত-বিরোধিতায় খোঁচা জয়শংকরের]

শুধু তাই নয়, লালুর মন্তব্যের পালটা দিয়ে এদিন সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, “পরিবারের বাইরে বিরোধীরা যে কিছুই ভাবতে পারে না লালু প্রসাদ যাদব তা ফের প্রমাণ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এহেন আপত্তিকর মন্তব্য দেশ কখনও ক্ষমা করবে না। উনি ওনার জীবনের প্রতিটি মুহূর্ত ১৪০ কোটি দেশবাসীর জন্য উৎসর্গ করেছেন।” সবমিলিয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির নয়া চালে ‘পরিবার’ ইস্যু বুমেরাং হয়ে উঠল বিরোধীদের জন্য।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ঠিক ধাঁচে ট্রেন্ড শুরু করেছিল বিজেপি। যেখানে লেখা হয়েছিল, ‘ম্যায় ভি চৌকিদার।’ বিজেপি নেতারদের পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদেরও সোশাল মিডিয়ায় লিখতে দেখা যায়, ‘ম্যায় ভি চৌকিদার।’ ২০২৪-এ আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার বিজেপির অস্ত্র ‘মোদি কা পরিবার’।

[আরও পড়ুন: ‘রাজনীতি শুদ্ধ হবে’, টাকা দিয়ে ভোট মামলায় সুপ্রিম রায়কে স্বাগত জানালেন মোদি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ