সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন এক উলটপুরাণের গল্প! হাথরাসে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্তা করেছিলেন এক পুলিশ কর্মী। এ নিয়ে তীব্র নিন্দা করলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী। টুইটারে লিখলেন, একজন পুরুষ পুলিশ কর্মীর মহিলা রাজনৈতিক নেত্রীর গায়ে হাত দেযওার সাহস পায় কী করে? বিজেপি নেত্র্রীর টুইট দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে কংগ্রেসও। প্রসঙ্গত, মহারাষ্ট্রের বিজেপি সহ-সভানেত্রী চিত্রা ওয়াঘ গত বছরই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন।
রাহুল গান্ধীকে নিয়ে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ের একটি ছবি ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রীর কুর্তি ধরে টানছেন পুরুষ পুলিশ কর্মী, যা নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। এ নিয়ে পুলিশের নিন্দা করে চিত্রা টুইট করেন, ” কীভাবে একজন পুরুষ পুলিশ কর্মী একজন রাজনৈতির নেত্রীর পোশাকে হাত দিতে পারে? এত সাহস হয় কী করে? পুলিশের নিজের সীমা মনে রাখা উচিত।” তারপরেই তিনি আরও লেখেন, “যোগী আদিত্যনাথজদি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করেন। ওঁর পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ।” ইতিমধ্যে এই ঘটনায় প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
पुरुष पुलिस की जुर्रत कैसे हुई कि वो एक महिला नेता के वस्त्रों पर हाथ डाल सके!समर्थन मे अगर महीलाए आगे आ रही है पुलीस कही की भी हो उन्हे अपनी मर्यादा का ध्यान रखना ही चाहीए
भारतीय संस्कृती मे विश्वास रखनेवाले मुख्यमंत्री जी ऐसे पुलीसवालोपर सख्त कारवाई करे— Chitra Kishor Wagh (@ChitraKWagh)
এদিকে বিজেপি নেত্রী এই বিবৃতির প্রশংসা করেছে কংগ্রেস নেতৃত্ব। চিত্রার প্রশংসা করে মহারাষ্ট্রের যুব কংগ্রেসের প্রধান সত্যজিৎ তাম্বে বলেন, “বিজেপিতে গিয়েও নিজের সংস্কার ভোলেননি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.