লালচকে তিরঙ্গা যাত্রা। ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার পরাক্রমকে সম্মান জানিয়ে দেশজুড়ে তেরঙ্গা যাত্রার ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গা-সহ পহেলগাঁওতেও তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এদিনের তেরঙ্গা যাত্রায় স্থানীয় বিজেপি নেতাদের পাশাপাশি জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের সভাপতি দারাখসান আন্দ্রাবি-সহ অসংখ্য পনিওয়ালা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পহেলগাঁও হামলার সময়ে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক পনিওয়ালারও।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। যাদের মধ্যে ২৫ জন পর্যটক ছিলেন। যাঁদের ধর্মীয় পরিচয় বেছে বেছে গুলি করেছিল জঙ্গিরা। এদিকে জঙ্গিদের হাত থেকে নিরীহ পর্যটকদের বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন পনিওয়ালা বা টাট্টু ঘোড়ার চালক আদিল শাহ। জঙ্গিদের গুলিতে তিনিও প্রাণ হারান। এই ঘটনার পরই সন্ত্রাসাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন উপত্যকার সাধারণ মানুষ। তারপর অপারেশন সিঁদুর অভিযানের পর ভারতীয় সেনার এই পরাক্রমকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রায় পা মেলালেন উপত্যকার আপামর মানুষ। সেই যাত্রায় শামিল আদিলের মতোই বহু পনিওয়ালা।
এদিনের তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করা পহেলগাঁও পনিওয়ালা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ ওয়ানি বলেন, “এই সমাবেশ সেই দানবদের বিরুদ্ধে যারা এখানে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। কাশ্মীর ভারতের অংশ। এই সমাবেশের মাধ্যমে পর্যটকদের আমন্ত্রণ জানাতে চাই। আমরা তাঁদের বলতে চাই আপনারা এখানে আসুন। কাশ্মীর আপনাদের অপেক্ষায় রয়েছে। আপনাদের রক্ষার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.