Advertisement
Advertisement
Bengaluru Murder

OYO রুমে ডেকে প্রেমিকাকে ১৭ বার ছুরির কোপ! বেঙ্গালুরুতে গ্রেপ্তার ১১ বছরের ছোট প্রেমিক

মৃত প্রেমিকার দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

Bengaluru Murder: Man calls girlfriend to hotel stabs her 17 times
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 9, 2025 2:36 pm
  • Updated:June 9, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) কাছে কেনগেরির পূর্ণপ্রঞ্জা লেআউটে একটি OYO রুমে ডেকে প্রেমিকাকে খুন (Murder) করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গত শুক্রবার ৩৬ বছর বয়সি হরিণি ও পেশায় ইঞ্জিনিয়র ২৫ বছর বয়সি ইয়াস ওই হোটেলে গিয়ে ওঠেন। হোটেলের কর্মীরা জানিয়েছেন, ওইদিন রাতেই দু’জনের মধ্যে বচসা হয়। সেই বচসা থেকই হরিণির ওপর ধারালো কিছু দিয়ে আঘাত করে ইয়াস। এদিকে সোমবার এই খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই কেনগেরি জেলার বাসিন্দা। অনুমান, দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই সুব্যমণ্যপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার লোকেশ বি জাগলাগার বলেন, “ওই যুবকের সঙ্গে মহিলার বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। কোনও কিছু নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হওয়ার কারণেই ছুরি দিয়ে প্রেমিকার ওপর আঘাত করে ওই যুবক। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণি দুই সন্তানের মা। ওই যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হলেও বর্তমানে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এও জানা গিয়েছে, হরিণির বাড়িতে এই সম্পর্ক জেনে যাওয়ার ফলে মাঝে মধ্যেই অশান্তির হতো তাঁদের বাড়িতে। এদিকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন না ইয়াস। সেই কারণেই হয়তো হোটেলে ঢেকে ছুরি দিয়ে ১৭ বার কোপ মেরে হরিণিকে হত্যা করেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ