সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর, সন্দেহ করতেন যুবক। হাতেনাতে ‘প্রমাণ’ মিলতেই তরুণীকে গলা কেটে হত্যা করলেন যুবক! এরপর স্ত্রীর কাটা মুন্ডু হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। বেঙ্গালুরুর আনেকাল এলাকায় এই ভয়ংকর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খুন হয়েছেন ২৬ বছরের মনসা। হত্যাকারী তাঁর স্বামী শংকর। অন্য দিনের মতোই গত ৩ জুন কর্মস্থলে যান তিনি। স্ত্রীকে জানান পরদিন সকালে বাড়ি ফিরবেন। যদিও রাতেই ফিরে আসেন শংকর। অভিযোগ, তখনই এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মনসাকে দেখে ফেলেন তিনি। প্রাথমিক ভাবে ঘর ছাড়েন মনসা। যদিও খানিক বাদে ফিরে এসে ঝগড়া বাঁধান। দিনভর দফায় দফায় উভয়ের মধ্যে অশান্তি চলতে থাকে। রাতেও একপ্রস্থ ঝামেলা হয়। অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র দিয়ে মনসার ধড় ও মুন্ডু আলাদা করেন শংকর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনসার কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে সূর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক। ঘটনাস্থল তরুণীর বাকি দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায় পুলিশ। শংকরকে হেফাজতে নিয়ে, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঘটনার নেমেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.