Advertisement
Advertisement
Rahul Gandhi

‘গুলির ক্ষতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা রাহুলের

'১০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার হজে যাচ্ছে', কটাক্ষ খাড়গের।

'Band Aid For Bullet Wounds', Rahul Gandhi slam Union Budget 2025
Published by: Amit Kumar Das
  • Posted:February 1, 2025 5:45 pm
  • Updated:February 1, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধী শিবিরের অভিযোগ, এই বাজেট আসলে ‘থোড় বড়ি খাড়া’ ও ‘খাড়া বড়ি থোড়’। ব্যাপক সমালোচনার মাঝেই এবার বাজেট নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বাজেট আসলে গুলির ক্ষতে ব্যান্ডেড দেওয়ার মতো।’

Advertisement

বাজেট ঘোষণার পর শনিবার এক্স হ্যান্ডেলে এই বাজেটের বিরুদ্ধে রাহুল গান্ধী লেখেন, ‘বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে সংকট দূরীকরণে আমাদের আর্থিক ব্যবস্থায় বড়সড় পদক্ষেপের প্রয়োজন ছিল। কিন্তু এই সরকার ভাবনাচিন্তা, ও আর্থিক উন্নতির পরিকল্পনার জায়গায় সম্পূর্ণরূপে দেউলিয়ে হয়ে গিয়েছে। সাম্প্রতিক বাজেট তারই নিদর্শন। এটা অনেকটা গুলির ক্ষত সারাতে ব্যান্ডেড চাপিয়ে দেওয়ার মতো।’

শনিবার সংসদে বাজেটে পড়ার সময় উন্নয়নের চার শক্তিশালী ইঞ্জিনের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেগুলি হল, কৃষি, এমএসএমই, বিনিয়োগ ও বিকাশ। তবে কেন্দ্রের এই চার কাল্পনিক ইঞ্জিনকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ বলেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন চার ইঞ্জিনের কথা বলেছেন। তবে সমস্যা হল, এতগুলি ইঞ্জিনের কারণে গাড়ি আসলে লাইনচ্যুত হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ‘সিভিল লায়বিলিটি অফ নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট’ চালু করেছিলেন। এরপর অরুণ জেটলির নেতৃত্বে এই আইন ধাক্কা খায়। আর এখন ট্রাম্পকে খুশি করতে এই আইনে সংশোধনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।’

উল্লেখ্য, এবারের বাজেটে কেন্দ্রের সবচেয়ে বড় চমক ছিল ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা। তবে এই সিদ্ধান্তকেও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘১০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার হজে যাচ্ছে। গত ১০ বছর ধরে এই মোদি সরকার মধ্যবিত্তের থেকে ৫৪.১৮ লক্ষ কোটি টাকা উশুল করেছেন। এবার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিচ্ছেন। এদিকে অর্থমন্ত্রী বলছেন, এর ফলে প্রতিবছর ৮০ হাজার টাকা পর্যন্ত রেহাই পাওয়া যাবে। অর্থাৎ মাসে ৬৬৬৬ টাকা। গোটা দেশ যখন বেকারত্বের সমস্যায় জর্জরিত তখন মিথ্যে হাততালি কুড়োতে মাঠে নেমেছেন এই সরকার।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ