Advertisement
Advertisement
CM Yogi Adityanath

মহাকাশচারী শুভাংশু শুক্ল ফিরলেন নিজের শহরে, দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে

উত্তরপ্রদেশের কৃতী সন্তানকে অভিনন্দন জানালেন যোগী আদিত্যনাথ।

Astronaut Shubhangshu Shukla returns to his hometown and meets CM Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:August 26, 2025 1:25 pm
  • Updated:August 26, 2025 1:25 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে(ISS) ঐতিহাসিক সফর শেষে রবিবার ভারতে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্ল। মহাকাশ থেকে সফলভাবে ফিরে আসার পর প্রথমবার নিজের শহর লখনউতে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে মিশন শেষ করার পর সোমবার তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেন।

Advertisement

​মুখ্যমন্ত্রী শুভাংশু শুক্লর এই অসাধারণ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান। তিনি তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন। ​সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভাংশু শুক্ল বলেন, তিনি মানুষের ভালোবাসা ও উৎসাহ দেখে মুগ্ধ। “মানুষের মধ্যে যে ধরনের উৎসাহ ও উদ্দীপনা আমি দেখেছি, তা সত্যিই আমাকে অবাক করেছে। নিজের শহরে ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে। মানুষের এই ভালোবাসা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি গর্বিত যে আমার একটি মিশন এমন উত্তেজনা তৈরি করতে পেরেছে। এই উৎসাহ ও উদ্দীপনা আমাদের মহাকাশ যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে ও একই সঙ্গে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করবে।”

​শুভাংশু শুক্লর এই সাফল্য শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশের জন্য গর্বের বিষয়। তাঁর এই মিশন তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ