Advertisement
Advertisement
Bypoll Result

৫ কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ: গুজরাটে এগিয়ে বিজেপি, লুধিয়ানায় আপ, নজরে কেরলের তৃণমূল প্রার্থী

নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রে দেখা গেল শাসকদলের জয়জয়কার।

Assembly Bypoll Result 2025, BJP leads in 2 Gujarat seats, AAP in Ludhiana West
Published by: Amit Kumar Das
  • Posted:June 23, 2025 11:08 am
  • Updated:June 23, 2025 11:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে সোমবার। নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রেই দেখা গেল শাসকদলের জয়জয়কার। গুজরাট, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রেই বিপুল লিড পেয়ে জয়ের দিকে এগিয়ে চলেছে সেখানকার শাসকদল বিজেপি, আপ এবং তৃণমূল। এই তালিকায় একমাত্র ব্যতিক্রম কেরল। ওয়ানড়ের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। এখানে প্রিয়াঙ্কা গান্ধীর সম্মানের লড়াইয়ে শাসকদল বামেদের পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী শিবির কংগ্রেস।

Advertisement

গত ১৯ এপ্রিল গুজরাটের দুই কেন্দ্র ভিসাবাদর, কাদি, কেরলের পশ্চিম লুধিয়ানা, বাংলার কালীগঞ্জ ও কেরালার নীলাম্বুর কেন্দ্রে হয় উপনির্বাচন। সোমবার সকাল থেকে এই ৫ কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, গুজরাটের দুই আসনে বিরোধীদের অনেকখানি পিছনে ফেলে জয়ের লক্ষ্যে এগিয়ে রয়েছেন দুই বিজেপি প্রার্থী কিরীট প্যাটেল ও রাজেন্দ্র চাভদা। পাঞ্জাবের লুধিয়ানায় এগিয়ে রয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ আপ প্রার্থী সঞ্জীব আরোরা। এই কেন্দ্রে দ্বিতীয়স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী ভারতভূষণ এবং তৃতীয় স্থানে বিজেপির বিজেপির জীবন গুপ্তা।

এই পাঁচ কেন্দ্রের মধ্যে এবার বাড়তি নজর ছিল কেরলের নীলাম্বুর কেন্দ্রে। পিনারায় বিজয়নের সঙ্গে সংঘাতের জেরে এই কেন্দ্রের বিধায়ক পিভি আনভার যোগ দিয়েছিলেন তৃণমূলে। তাঁর পদত্যাগের জেরেই এই কেন্দ্রে হয় উপনির্বাচন। ফলে এখানে এবার বাড়তি নজর ছিল তৃণমূল প্রার্থী আনভারের দিকে। পাশাপাশি কেন্দ্রটি ওয়ানড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় খোদ প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্র হিসেবে দেখছিল কংগ্রেস। তিনি নিজেও এই কেন্দ্রে প্রচার সারেন। বামেদের কাছেও এই কেন্দ্র ছিল মর্যাদার লড়াই। তবে শেষ পাওয়া খবরে এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ।

তবে প্রত্যাশামতোই ফলাফলের পথে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ। উপনির্বাচনেও এগিয়ে শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম কয়েক দফায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ