সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানা, গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজ্যপালদের নাম ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক বঙ্গসন্তানও। তিনি বাংলায় গেরুয়া রাজনীতির পুরনো মুখ অসীম কুমার ঘোষ। রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি খুব শিগগির হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব নেবেন। অসীমের রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়া দলের অনেকের কাছেও রীতিমতো চমকের ঘটনা। কেন?
বিভিন্ন সময়ে বিজেপির রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি ও সহ-সভাপতি এবং ত্রিপুরার পর্যবেক্ষক হলেও সাম্প্রতিককালে সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন অসীম। গত দুই দশকে ফিকে হচ্ছিল দলের মধ্যে তাঁর অবস্থান। সাংগঠনিক কর্মসূচিতে ‘প্রবীণ চিন্তক’ হিসাবে কিছুটা জায়গা পেতেন তিনি। সেই মানুষটাই শীঘ্রই চণ্ডীগড় পৌঁছে দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গিয়েছে।
অসীম ঘোষের জন্ম ১৯৪৪ সালে হাওড়ায়। হাওড়ারই বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অসীম। ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্যও ছিলেন অসীম কুমার ঘোষ।
১৯৯৬ সালে রাজ্য সম্পাদক হন এই গেরুয়া নেতা। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন অসীম। ২০০৩-২০০৫ সাল পর্যন্ত ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন অসীম কুমার ঘোষ। বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্বাচনের সময় ন্যাশনাল কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।
অসীম কুমার ঘোষ বাংলা থেকে চতুর্থ রাজ্যপাল। এর আগে কংগ্রেস জমানায় পাঞ্জাবের রাজ্যপাল হন সিদ্ধার্থশঙ্কর রায়। অটলবিহারী বাজপেয়ীর আমলে রাজ্য বিজেপির আর এক প্রাক্তন সভাপতি বিষ্ণুকান্ত শাস্ত্রীকে উত্তরপ্রদেশের রাজ্যপাল করা হয়েছিল। এর পর মোদির জমানায় দুই দফায় ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল হন তথাগত রায়। তিনিও একটা সময় বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। এবারে বঙ্গ বিজেপির আরও এক প্রাক্তন সভাপতি রাজ্যপালের পদ পাচ্ছেন। এছাড়াও গোয়ার রাজ্যপাল হচ্ছেন পুষ্পপতি অশোক গজপতি রাজু, লাদাখের লেফ্টেন্যান্ট গভার্নর হচ্ছেন ব্রিগেডিয়ার বিডি মিশ্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.