Advertisement
Advertisement
Arvind Kejriwal

স্ত্রীর সঙ্গেও দেখা করার অনুমতি পেলেন না কেজরিওয়াল! আপ বলছে, ‘অমানবিক’

কেজরির গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি ১৫ এপ্রিল।

Arvind Kejriwal denied in-person meeting with wife, says AAP

ছবি সোশাল মিডিয়া।

Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2024 4:25 pm
  • Updated:April 13, 2024 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যা ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গেও করা হয় না। ফের বিস্ফোরক অভিযোগ করল AAP। আম আদমি পার্টির দাবি, নিজের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না কেজরিকে। এমনকী জেলে যে ন্যূনতম সুবিধা সাধারণ কয়েদিরা পেয়ে থাকেন, দিল্লির ৩ বারের মুখ্যমন্ত্রীকে সেটুকুও দেওয়া হচ্ছে না।

Advertisement

শনিবার আপ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh) অভিযোগ করেছেন, কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতাকে দেখা করতে হচ্ছে একটি জানালার মাধ্যমে। তাও ওই জানালা কাচ দিয়ে ঢাকা। কেজরিওয়ালের বারাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না সুনীতাকে। এই ন্যূনতম সুবিধা দেওয়া হয় ভয়ঙ্কর অপরাধীদেরও। সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপির নির্দেশে জেলবন্দি কেজরিওয়ালের উপর অত্যাচার চালানো হচ্ছে। আর সেটা করা হচ্ছে তাঁর মনোবল ভেঙে দেওয়ার জন্য।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। তার পর থেকেই জেলবন্দি তিনি। সেখান থেকেই নাকি নির্দেশ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি চলছে সরকার। কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, মূলত আইনজীবীদের মারফৎ ওই নির্দেশগুলি পাঠাচ্ছেন কেজরি। স্ত্রী সুনীতার মাধ্যমেও দলীয় কর্মীদের নির্দেশ পাঠাচ্ছেন কেজরি। সম্ভবত সেকারণেই জেলে সুনীতার সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

এদিকে, কেজরি নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। আগামী ১৫ এপ্রিল ওই মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এর আগে দিল্লি হাই কোর্ট কেজরির আবেদন খারিজ করে দিয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ