সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ল পাকিস্তান। পালটা জবাবে তিন পাক সেনাকে খতম করলেন ভারতীয় জওয়ানরা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে। খতম হওয়া তিন পাকিস্তান সেনা হল নায়েক তনভীর, সিপাই রমজান ও ল্যান্স নায়েক তৈমুর। অন্যদিকে তাদের গুলিতেও পাঁচজন ভারতীয় জওয়ান মারা গিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। যদিও সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে।
বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। যদিও পরে পাকিস্তান সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এই ঘটনার জন্য দায়ী করে ভারতকেই। বলে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে সবার নজর ঘোরাতেই সীমান্তে গুলি ছোঁড়ার পরিমাণ বাড়িয়েছে ভারত। পাশাপাশি দাবি করে পাকিস্তানের গুলিতে একটি ভারতীয় ব্যাঙ্কার ধ্বংস হয়েছে। আর এর ফলে মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের।
এপ্রসঙ্গে টুইট করে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে নজর ঘোরাতে সীমান্তে প্রচুর গুলি ছুঁড়েছে ভারত। এর ফলে পাকিস্তানের তিন সেনা প্রাণ হারিয়েছে। পালটা জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের পাঁচজন জওয়ানকে মেরেছে। আরও অনেকে জখম হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ব্যাঙ্কারও।
যদিও, মেজর গফুরের এই দাবি মিথ্যে বলে জানিয়ে দিয়েছে ভারত। কোনও সেনা জওয়ান মারা যাননি বলেও জানিয়েছে। সেনা সূত্রে আরও দাবি করা হয়েছে যে শুধু উরি বা রাজৌরি সেক্টর নয়। বৃহস্পতিবার সকালে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরের নাঙ্গি তেরকি এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। এপ্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা মহম্মদ মুজির মুগল বলেন, ‘আমাদের এলাকায় স্বাধীনতা দিবসের পতাকা তোলা হচ্ছিল। সেখান থেকে ফেরার সময় আচমকা পাকিস্তানের দিক থেকে গুলি ছোঁড়ার আওয়াজ শুনতে পাই।’
Sources: 3 Pakistan Army soldiers killed in punitive proactive response after ceasefire violations by Pakistan Army. Ceasefire violations taking place in Uri and Rajouri sectors.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.