Advertisement
Advertisement
VC appointment case

মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই নিয়োগ, উপাচার্য নিয়োগ মামলায় মন্তব্য শীর্ষ আদালতের

শুধুমাত্র ২ টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল বলে মন্তব্য বিচারপতির।

Appointments made according to the list sent by the Chief Minister, Supreme Court comments on the VC appointment case
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2025 2:21 pm
  • Updated:July 17, 2025 3:32 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। সমস্যা ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে এদিন উপাচার্য নিয়োগ মামলায় একথাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। মামলার পরবর্তী শুনানি ১০ দিন পর।

Advertisement

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ ছিল, ওই কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরবর্তীতে রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে । এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহে সেই রিপোর্ট পেশ করে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চে ওঠে উপাচার্য নিয়োগ মামলা। বিচারপতিরা জানান, প্রাক্তন বিচারপতি ললিতের রিপোর্ট এসেছে তাঁদের কাছে। তাঁরা মনে করেছিলেন, একাধিক উপাচার্য নিয়োগে সমস‍্যা ছিল। রিপোর্ট দেখে বুঝেছেন বিষয়টা তেমনটা নয়। বিচারপতি এদিন বলেন, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কিছু সমস‍্যা রয়েছে। বাকি উপাচার্যদের মুখ‍্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই করা হয়েছে। পাশাপাশি ইউইউ ললিতের রিপোর্ট বাকি সব পক্ষকে হস্তান্তর করার নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী শুনানি ১০দিন পর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement