Advertisement
Advertisement

ক্ষমা চাও নইলে জুতোপেটা করব, রামগোপালকে হুমকি এনসিপি নেত্রীর

বিতর্ক উস্কে দিয়েছেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা।

Apologize or will thrash you with shoes, NCP leader threatens RGV
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 9:32 am
  • Updated:March 9, 2017 3:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা। এ নিয়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। এই ঘটনার জেরেই এবার তাঁকে প্রকাশ্যে জুতো পেটা করার হুমকি দিলেন এনসিপি নেত্রী বিদ্যা চহ্বন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নেত্রী বলেন, যদি রামগোপাল বর্মা ক্ষমা না চান তবে তাঁকে জুতো পেটা করতে পিছপা হবেন না তিনি।

Advertisement

বুধবার, গোটা দুনিয়া জুড়ে চলা আন্তর্জাতিক নারী দিবসের সেলিব্রেশনের মাঝেই বিতর্কিত মন্তব্য করে নয়া বিতর্ক সৃষ্টি করেছিলেন পরিচালক রামগোপাল বর্মা। তিনি বলেছিলেন, পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক। প্রত্যাশিতভাবেই পরিচালকের এ মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে। জনৈক স্মৃতি কিরণের বক্তব্য, পরিচালক তাঁর মায়ের থেকে এ আনন্দ চাইতে পারতেন।

‘পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সানির মতো আনন্দ দিক’

‘মহিলাদের কতটা ক্লিভেজ দেখানো ভাল?’

এবার গারদের ওপারে যাচ্ছেন রণবীর কাপুর!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস