ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের। রাগের বশে তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তিনজনেরই মৃত্যু হয়েছে। প্রতিবেশীরাই গ্রাম লাগোয়া নদীতে শিশুদের দেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে সন্তানদের ছুঁড়ে ফেলেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত বাবা ভেঙ্কটেশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুরা হল পুণিত(৬), সঞ্জয়(৩) এবং ছ’মাসের রাহুল। গোটা ঘটনায় হতবাক মৃত শিশুদের মা অমরাবতী। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই নানা আজুহাতে ঝামেলা করত ভেঙ্কটেশ। মদ্যপ হয়ে বাড়ি ফিরেই মারধর শুরু হয়ে যেত। প্রতিবেশীরাও মারকুটে ভেঙ্কটেশকে শোধরানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। তিন সন্তানের জন্মের পর আরও বেপরোয়া হয়ে ওঠে ভেঙ্কটেশ। অত্যাচার আর দাম্পত্য কলহ এড়াতেই শিশুপুত্রদের নিয়ে গত সপ্তাহে বাপের বাড়িতে চলে যান অমরাবতী। রবিবার রাতে মান ভাঙিয়ে বউকে ফিরিয়ে আনে ভেঙ্কটেশ। তবে বাড়ি পৌঁছানোর আগেই ফের দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। লোকলজ্জার ভয়ে চুপ করেছিলেন ওই গৃহবধূ। এদিকে বাবা-মায়ের নিত্য ঝগড়াতে ভয়ে পেয়ে গিয়েছিল খুদেরা। তাতেও রাগ পড়েনি। অভিযোগ, বাড়ির কাছে পৌঁছাতেই গ্রাম লাগোয়া নদীতে একে একে তিনজনকেই ছুঁড়ে ফেলে দেয় মদ্যপ ভেঙ্কটেশ। মুহূর্তের মধ্যে এতবড় ঘটনা ঘটে যেতে চলেছে তা বুঝতে পারেননি অমরাবতী। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। বর্ষায় খরস্রোতা নদী ভাসিয়ে নিয়ে গিয়েছে শিশুদের। ছেলেরা ভেসে যাচ্ছে দেখে ততক্ষণে স্ত্রীকে ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত ভেঙ্কটেশ।
রাগের বশে নিজের সন্তানদের যে কেউ এভাবে মেরে ফেলতে পারে, ভাবতে পারছেন না অমরাবতী। সন্তানদের হারিয়ে ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই পলাতক ভেঙ্কটেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তল্লাশিতে নেমেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.