বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: গান্ধী পরিবার ন্যাশানাল হেরাল্ডকে এটিএম মেশিন হিসাবে ব্যবহার করেছেন। যখনই অর্থের প্রয়োজন হয়েছে তখনই ন্যাশানাল হেরাল্ড থেকে নিয়ে নিয়েছে এই পরিবার। এই অর্থের পরিমাণ ২ হাজার কোটি বলে অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ অনুরাগ ঠাকুর।
শুক্রবার দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অনুরাগ দাবি করেন, গান্ধী পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই অর্থ উদ্ধার করুক। এক টাকাও বিনিয়োগ না করেও কংগ্রেসের নাম করে বিভিন্ন সময়ে বিপুল পরিমান অর্থ লোন নিয়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য সোনিয়া ও রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, ন্যাশানাল হেরাল্ডের মতো একটি সংবাদমাধ্যম কি কোনও রাজনৈতিক দলকে অর্থ দিতে পারে? আসলে কংগ্রেসকে সামনে রেখে গান্ধী পরিবারের সদস্যরা ওই অর্থ নিয়েছেন বলে অভিযোগ অনুরাগের।
রাজ্যনৈতিক প্রতিহিংসার অভিযোগ নস্যাৎ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন সময় বেধে দিয়ে ইডি তদন্ত শেষ করে ট্রায়াল শুরু করুক। আদালত বিচার করবে গান্ধী পরিবার দোষী নাকি নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের জবাবে অনুরাগের যুক্তি, এই মামলা নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার আগে থেকে চলছে। আদালতের নির্দেশ তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানে রাজনীতির বিষয়টি অপ্রাসঙ্গিক।
তাঁর অভিযোগ, যে ১০টি প্রতিশ্রুতি দিয়ে হিমাচল প্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসে তার একটিও পুরণ করেনি। অথচ সরকারের তরফে ন্যাশানাল হেরাল্ডকে প্রতি বছর কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.