সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সাফল্যের পর ফের একবার কড়া সুরে পাকিস্তানকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সোমবার মহারাষ্ট্রে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে শাহ জানালেন, ‘মা-বোনেদের মাথার সিঁদুর সস্তা নয়। সেদিকে হাত বাড়ালে রক্ত ঝরবে।’ বর্তমান মোদির ভারতের জয়গান গেয়ে শাহ আরও বলেন, ‘আজকের ভারত গুলির জবাব গোলায় দেয়।’
মহারাষ্ট্রের নানদেদের জনসভা থেকে পাকিস্তানকে নিশানায় নিয়ে অমিত শাহ বলেন, “পাকিস্তান ভুলে গিয়েছে এখানে কংগ্রেসের সরকার ১০-১৫ বছর আগে ছিল। এখন সময় বদলে গিয়েছে। এটা নরেন্দ্র মোদির সরকার। ওরা উরিতে হামলা করেছিল আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। পুলওয়ামার পালটা চলেছিল এয়ার স্ট্রাইক। এবার পহেলগাঁওয়ে হামলার জবাবে আমরা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছি। মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির। অপারেশন সিঁদুর বিশ্বকে স্পষ্টবার্তা দিয়েছে ভারতের উপর কুনজরে তাকালে তার ভয়াবহ ফল ভোগ করতে হবে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, গুলির জবাব গোলায় দেওয়া হবে।”
অমিত শাহ আরও বলেন, “এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। যার মাধ্যমে বার্তা দেওয়া দেওয়া হয়েছে আমাদের মা-বোনেদের সিঁদুর সস্তা নয়। কেউ এই সিঁদুরের দিকে হাত বাড়ালে পালটা রক্ত ঝরাব আমরা।” সেদিনের ঘটনার কথা তুলে ধরে শাহ বলেন, “৮ মে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। তবে ওদের একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতের মাটি স্পর্শ করতে পারেনি। আকাশেই সেগুলি ধ্বংস হয়েছে। ৯ মে যেখানে থেকে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সেই সব ঘাঁটি আমরা গুঁড়িয়ে দেই। ধ্বংস হয় পাকিস্তানের সেনাঘাঁটি ও বিমানবন্দর। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা যে ফাঁপা তা সেদিনই প্রমাণিত হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার পালটা গত ৭ এপ্রিল ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেয় পাকভূমে সন্ত্রাসের আঁতুড়ঘর। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই দেশ। পালটা কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেপরোয়া ড্রোন হামলা শুরু করে পাক সেনা। যদিও সেই হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় বিপাকে পড়ে ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.