Advertisement
Advertisement
Aizawl

এবার রেলপথে যুক্ত আইজলও, মিজোরামের উন্নয়নে মাইলস্টোন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। ট্রায়াল রান সফল হয়েছে ভৈরবী-সৈরাং রেল লাইনের। মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টিকে অন্যতম মাইলস্টোন হিসাবে মনে করা হচ্ছে। এই রেলপথের মাধ্যমে উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। ঘটবে আর্থিক উন্নতিও।  Advertisement এর আগে উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুনাচলপ্রদেশের রাজধানী রেলপথে যুক্ত হয়েছে। […]

Aizawl joins national rail network
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 27, 2025 6:12 pm
  • Updated:May 27, 2025 6:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। ট্রায়াল রান সফল হয়েছে ভৈরবী-সৈরাং রেল লাইনের। মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টিকে অন্যতম মাইলস্টোন হিসাবে মনে করা হচ্ছে। এই রেলপথের মাধ্যমে উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। ঘটবে আর্থিক উন্নতিও। 

Advertisement

এর আগে উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুনাচলপ্রদেশের রাজধানী রেলপথে যুক্ত হয়েছে। এবার চতুর্থ রাজ্য হিসাবে মিজোরামও এই তালিকায় নাম লেখালো। জানা গিয়েছে, গত ১ মে ভৈরবী-সাইরাং রেললাইনে সফল ট্রায়াল রান করে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)। এই সাইরাণ এলাকাটি আইজলের থেকে ২০ কিলোমিটার দূরে। এই রেললাইনটির ৫১.৩৮ কিমি দীর্ঘ। যার মধ্যে পড়বে ৪৮টি টানেল, ১৪২টি ব্রিজ। গোটা রেলপথ তৈরিতে সংশোধিত ব্যয়মূল্য ৫,০২১.৪৫ কোটি টাকা। উল্লেখজনকভাবে এই পথের অন্যতম আকর্ষণ হল ১৯৬ নম্বর ব্রিজ। এই সেতুর উচ্চতা ১০৪ মিটার। যা দিল্লির কুতুব মিনারের চেয়ে ৩২ মিটার উঁচু।

সব ঠিক থাকে চলতি সপ্তাহেই চূড়ান্ত পর্বের নিরাপত্তা-সুরক্ষা খতিয়ে দেখবে কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। আগামী ১৭ জুনের পর এই লাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে। যার পর সম্পূর্ণরূপে ট্রেন চলাচল শুরু হবে। গোটা উত্তর-পূর্বজুড়ে বেশ কয়েকটি রেল প্রকল্প গ্রহণ করেছে রেল মন্ত্রক। যার মধ্যে আইজলের এই রেলপথটিও অন্যতম। এখনও পর্যন্ত মাত্র ১.৫ কিলোমিটার পর্যন্ত মিজোরামে ট্রেন চলাচল করত। এখন সেই দিনের অবসান ঘটতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি হবে বলেই আশাবাদী রেল মন্ত্রক। এই প্রকল্পের লক্ষ্য ৭ রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করে আর্থিক উন্নয়নও ঘটানো। এর পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় নবতম সংযোজন হল মিজোরামের সাইরংও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ