Advertisement
Advertisement
Ahmadabad Plane Crash

মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ২০ জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা

দুর্ঘটনার সময় মেডিক্যাল কলেজের হস্টেলের ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন জুনিয়র ডাক্তাররা!

Air India plane crashed on the roof of BJ Medical College Hostel Ahmadabad
Published by: Kishore Ghosh
  • Posted:June 12, 2025 4:24 pm
  • Updated:June 12, 2025 5:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ সেকেন্ডের রুদ্ধশ্বাস মুহূর্ত। ওটুকু সময়ের মধ্যেই আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে যে বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, বিমান দুর্ঘটনায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বিমানটি ভেঙে পড়ার সময় মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI171। মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই মুখ থুবড়ে পড়ে বিমানটি। ডিজিসি-এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল দুর্ঘটনায় বিমানে থাকা লোকেদেরই মৃত্যু হয়েছে। যদিও মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়ার বিষয়টি সামনে আসায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে। সেই সময় দাউদাউ করে জ্বলে উঠেছিল ভবনটির একাংশ। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শুধু বিজি মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে মেঘানি নগরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানটিতে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। কারণ আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার কথা ছিল সেটির। এই কারণেই ভয়ংকর বিস্ফোরণ হয় উড়ানটি মাটিতে আছড়ে পড়তেই। 

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়।  শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ