Advertisement
Advertisement
Air India

জমা পড়ল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট! কোন তথ্য উঠে এল?

দুর্ঘটনার তদন্তকারী দলটি মঙ্গলবার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।

Air India Crash Preliminary Report Submitted To Ministry of Civil Aviation
Published by: Kishore Ghosh
  • Posted:July 8, 2025 1:49 pm
  • Updated:July 8, 2025 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ভয়াবহতায় চমকে গিয়েছিল গোটা দেশ। এরপর থেকেই দুর্ঘটনার কারণ জানতে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১ বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ শুরু হয়েছিল। তা উদ্ধার হওয়ার পর মঙ্গলবার ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্যের মূল্যায়ন এবং ফলাফলের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। তাহলে কি এবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণ জানা যাবে?

Advertisement

মঙ্গলবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরে দুর্ঘটনার কারণ সংক্রান্ত প্রাথমিক রিপোর্টটি জমা পড়লেও গোটা বিষয়টি এখনও অস্পষ্ট। ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’র বর্তমান রিপোর্টটি এই সপ্তাহের শেষে প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক রিপোর্টে ঠিক কী রয়েছে তা জানা না গেলেও, ধারণা করা হচ্ছে যে এটি দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

উল্লেখ্য, গত ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমানটি। নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। কীভাবে এমন অভিশপ্ত ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিমানের দু’টি ব্ল্যাক বক্সই যার হদিশ দিত পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement