সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে (Gujarat) উত্তর-পূর্বের এক ২৪ বছরের তরুণীকে অমানুষিক নিগ্রহের অভিযোগ উঠল এক স্পা মালিকের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বরের ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিজেরই বিজনেস পার্টনারের সঙ্গে কেন এমন আচরণ করলেন উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, স্পা মালিকের নাম মহসিন। ৪ মিনিট দীর্ঘ ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, গ্যালাক্সি স্পা নামে ওই স্পার মালিক তাঁরই বিজনেস পার্টনারকে টানা মেরে চলেছেন। পোশাক ছিঁড়ে দিচ্ছেন। পরে স্পার ব্যালকনিতে তরুণীর চুল ধরে টানতে টানতে নিয়ে যেতেও দেখা যায় মহসিনকে।
Disturbing CCTV footage shows Galaxy spa owner Mohsin beating a woman from North-east in Ahmedabad.
— Rishi Bagree (@rishibagree)
পুলিশ তদন্ত শুরু করেছে। এরপরই জানা যায়, মহসিনের বিজনেস পার্টনার ওই তরুণী। দুজনের মধ্যে বাদানুবাদ চলছিল। এরপরই তাঁর উপরে চড়াও হন অভিযুক্ত। তবে প্রাথমিক ভাবে নির্যাতিতা কোনও অভিযোগ দায়ের করেননি পুলিশে। কিন্তু এক সমাজকর্মীর সূত্রে পুলিশ বিষয়টি জানতে পারে। তারাই যোগাযোগ করে তরুণীর সঙ্গে। এরপরই তিনি অভিযোগ দায়ের করেন। তবে মহসিন এখনও অধরা। তিনি পলাতক। ২৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.