সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পক্ষপাতমূলক তদন্ত রিপোর্ট। অহেতুক টার্গেট করা হচ্ছে পাইলটদের। বিস্ফোরক দাবি তুলে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাইল পাইলটদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। পাইলটদের ওই সংগঠনদের সাফ কথা, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) যে তদন্ত করছে, সেটা নিরপেক্ষ নয়।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পর ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজের উপর। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২০০ জনের বেশি মানুষের। ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছে, তখনই দু’টি ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ মুডে চলে যায়। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে একজন পাইলট অপরজনকে বলেন, ‘ইঞ্জিন বন্ধ করলে কেন?’ অপর পাইলট জবাব দেন, ‘আমি কিছু বন্ধ করিনি।’
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার যে প্রাথমিক তদন্ত রিপোর্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দিয়েছে, তাতে দুর্ঘটনার দায় পাইলটের উপরে চাপানো হয়েছে। যদিও পাইলটদের সংগঠনের দাবি, ওই রিপোর্ট অসন্তুষ্ট। প্রাথমিক তদন্ত রিপোর্টে বহু তথ্য গোপন করা হয়েছে। জ্বালানি সুইচে সমস্যা ও যান্ত্রিক ত্রুটির ঘটনাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে ফলে আদালতের নজরদারিতে নিরপেক্ষভাবে দুর্ঘটনার তদন্ত হোক।
ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীকে চিঠি লিখে দাবি করেছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত করা হোক। পাইলটদের সংগঠন বলছে, তদন্তকারীরা পদ্ধতিগত ও নীতিগত দুর্নীতি করেছে। তাঁদের সাফ দাবি, দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট সুমিত সবরওয়ালকে ফাঁসানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.