বুদ্ধদেব সেনগুপ্ত, আহমেদাবাদ: ভগবানের অভিশাপ নেমেছে এলাকায়! চারদিকে ধ্বংস চিহ্ন। পড়ে বিমানের বিভিন্ন অংশের টুকরো। জমে ভাঙা ইট-সিমেন্টের কালো স্তূপ। তার মধ্যে মিশে রয়েছে যাত্রীদের পোড়া দেহাংশও। ধ্বংসস্তূপে এখনও আটকে দেহ! এলাকা যেন সাক্ষাৎ নরক!
একাধিক সংবাদামাধ্যমের দাবি, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯। তবে সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি। ধ্বংসস্তূপ এখনও সম্পূর্ণ সরানো হয়নি। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারী দলের প্রতিনিধিরা। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পৃথকভাবে তদন্ত করছে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীন এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আমেরিকা সরকারের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সম্মিলিতভাবে আমেরিকা থেকেই তদন্ত সহযোগিতা করছে। ধ্বংসস্তূপ থেকে আজ, শনিবার একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপ পুরোপুরি সরালে আরও দেহ উদ্ধার হতে পারে।
এদিকে বিজে মেডিক্যাল হাসপাতালে ভিড় বাড়াচ্ছেন মৃতের আত্মীয়-পরিজনরা। হাসপাতালে ডিএনএর নমুনা নেওয়া হচ্ছে। সেই নমুনা পরীক্ষার পরই মৃতদেহগুলি শনাক্ত করা যাবে। অন্যদিকে এই ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছেন ওই হাসপাতালেই। অভিশপ্ত বিমানে থাকা একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশ বিজে হাসপাতালেই চিকিৎসাধীন।
১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে রওনা দিয়েছিল এইআই১৭১ বোয়িং বিমানটি। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি ভেঙে পড়ে। মারা যান বিমানে থাকা ২৪১ জন যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পাইলট এবং বিমানের ক্রু সদস্য। এছাড়াও বেজি মেডিক্যাল কলেজের হস্টেলের কয়েকজন জুনিয়ার ডাক্তারেরও মৃত্যু হয়েছে। তবে ডাক্তারদের হস্টেলের ক্ষেত্রেও সরকারিভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.