Advertisement
Advertisement
IndiGo Flight

মাঝ আকাশে ফের বিপত্তি! কলকাতায় ফিরল আগরতলাগামী ইন্ডিগোর বিমান

আবার বিমান বিভ্রাট!

Agartala-Bound IndiGo Flight Returns To Kolkata After Mid-Air Technical Glitch
Published by: Subhodeep Mullick
  • Posted:June 19, 2025 1:38 pm
  • Updated:June 19, 2025 1:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ এখনও টাটকা। তার মাঝেই গোটা দেশজুড়ে একের পর এক বিমান বিভ্রাটের খবর প্রকাশ্যে আসছে। ফের একবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলায় কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে পাইলটের তৎপরতায় পুনরায় উড়ানটিকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলেই খবর। সূত্রের খবর, বর্তমানে উড়ানটির মেরামতির কাজ চলছে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। বলা বহুল্য, একের পর বিমান বিভ্রাটের ঘটনায় যথারীতি আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা উড়ানের ভিতর শুরু হয় ঝাঁকুনি। এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ