Advertisement
Advertisement
Odisha

জাল নথি বানিয়ে বেআইনিভাবে ভারতে বসবাস, ওড়িশায় গ্রেপ্তার আফগান যুবক

২০১৮ সালে তিনি ভারতে প্রবেশ করেন।

Afghan Man Arrested In Odisha For Living Illegally In India
Published by: Subhodeep Mullick
  • Posted:June 24, 2025 3:11 am
  • Updated:June 24, 2025 3:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো নথি বানিয়ে বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগ। ওড়িশার ভুবনেশ্বর থেকে এক আফগান যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ ইউসুফ ওরফে ইয়াহা খান। এদিন সকালে তিনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিলেন। সেই মতো পৌঁছে যান বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে। সিকিউরিটি চেকিং-এর সময় তাঁর পাসপোর্ট দেখে সন্দেহ হয় বিমানবন্দরের আধিকারিকদের। খতিয়ে দেখার পর জানা যায়, তাঁর পাসপোর্টি ভুয়ো। সেখানে ওই যুবকের নাম রয়েছে ইয়াহা খান। কিন্তু তাঁর আসল নাম মহম্মদ ইউসুফ। এরপরই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০১৮ সালে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক জাল নথি বানিয়ে ইউসুফ  ভারতে প্রবেশ করেন। তারপর থেকে তিনি কটকের পেতিনমাটি এলাকায় বসবাস করতেন। তবে কিছুদিন ধরেই তিনি দেশ ছেড়ে পালানোর ছক করছিলেন। কিন্তু তার আগেই হাতেনাতে ধরা পড়ে গেলেন ইউসুফ। ইউসুফের গ্রেপ্তারির পরই এনআইএ এবং কটক পুলিশ তিনি যে বাড়িতে থাকতেন সেখানে যৌথ অভিযান চালায়। সূত্রের খবর, একাধিক জাল নথি-সহ প্রচুর সোনার গয়না, নগদ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ