Advertisement
Advertisement
Bihar

‘আইনজীবীরা পাবেন মাসে ৫০০০ টাকা’, ভোটের বিহারে খয়রাতির রাজনীতি নীতীশের!

আর কী কী ঘোষণা নীতীশ সরকারের?

Advocates will get 5000 rs per month stipend in Bihar, announce Nitish Kumar government
Published by: Amit Kumar Das
  • Posted:September 21, 2025 4:21 pm
  • Updated:September 21, 2025 4:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীদের টক্কর দিতে কার্যত ‘কল্পতরু’ সেজেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই লক্ষ্যে এবার রাজ্যের আইনজীবীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করল বিহারের এনডিএ সরকার। এখন থেকে রাজ্যের উঠতি আইনজীবীদের মাসে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড বা বৃত্তি দেবে নীতীশ সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। যেখানে তিনি বলেন, ‘রাজ্যের আইনজীবীদের আগামী ৩ বছর পর্যন্ত প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত যারা আইনজীবী হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত তাঁদের জন্য বরাদ্দ হবে এই বৃত্তি। বিহার বার কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছর পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। এছাড়াও আইনজীবীদের অনুরোধকে মান্যতা দিয়ে রাজ্য আইনজীবী সমিতিগুলি ই-লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।’

উপহারের এটাই শেষ নয়। উপমুখ্যমন্ত্রী আরও জানান, ‘এনডিএ সরকার বিহার অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটিকে সহায়তার জন্য ৩০ কোটি টাকা দেওয়া হবে। আয়কর সীমার নিচে থাকা আইনজীবীরা মুখ্যমন্ত্রী তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়াও মহিলা আইনজীবী সমিতিগুলিতে সরকারের উদ্যোগে বিশেষ টয়লেট স্থাপন করা হবে।’ উল্লেখ্য, নির্বাচনকে মাথায় রেখে নিজের ভোটের ঝুলি ভরাতে খয়রাতির অফুরান ভাণ্ডার খুলে দিয়েছেন নীতীশ। বিহার বিকাশ মিত্র প্রকল্পের মাধ্যমে মহাদলিত বিকাশ মিশনের অধীনে কর্মরত প্রত্যেককে ট্যাব কেনার জন্য ২৫ হাজার টাকা করে দেবে সরকার।

পাশাপাশি এখানকার কর্মীদের পরিবহণ ভাতা বাবদ মাসিক ১৯০০ টাকা বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। স্টেশনারি ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। দলিত, সংখ্যালঘু এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের শিক্ষা এবং অক্ষরআঁচল প্রকল্পে কর্মরত শিক্ষাকর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ