Advertisement
Advertisement
Ranya Rao

আরও অস্বস্তিতে রানিয়া রাও! ১০২ কোটি টাকা জরিমানা সোনাপাচারে অভিযুক্ত কন্নড় অভিনেত্রীকে

৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া।

Actor Ranya Rao fined Rs 102 crore in gold smuggling case
Published by: Biswadip Dey
  • Posted:September 2, 2025 9:21 pm
  • Updated:September 2, 2025 9:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় জরিমানার মুখে সোনাপাচার মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। গত মার্চে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। যদিও মে মাসে জামিনও পেয়ে গিয়েছিলেন। কিন্তু বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত থাকায় জেলমুক্তি হয়নি। এবার আরও অস্বস্তিতে পড়তে হল রানিয়াকে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অভিনেত্রীকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। তদন্তকারীদের দাবি, এর পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথাও নাকি জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন।

এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। রানিয়ার আইনজীবীর দাবি ছিল, টানা জেরায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁর মক্কেল। রাতেও ঘুমোতে পারছেন না। শেষপর্যন্ত মে মাসে তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু জেলেই থাকতে হয়েছে রানিয়াকে। এবার তাঁকে পড়তে হল বিপুল জরিমানার মুখে। তিনি একা নন, আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। তবে কারওই জরিমানার অঙ্ক এত বেশি নয়। একজনকে ৬২ কোটি ও বাকি দু’জনের ৫৩ কোটি টাকা করে জরিমানা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ