Advertisement
Advertisement
Uttar Pradesh

তীর্থযাত্রীদের ট্রাক্টরের পিছনে ট্রাকের ধাক্কা, গভীর রাতে উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৮

উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে রাজস্থানে তীর্থ করতে যাচ্ছিলেন ৬১ জন।

Accident in uttar pradesh 8 killed 43 injured
Published by: Anustup Roy Barman
  • Posted:August 25, 2025 9:36 am
  • Updated:August 25, 2025 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার গভীর রাতে ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ট্রাকের ধাক্কায় মৃত অন্তত আট তীর্থযাত্রী, আহত ৪৩ জন। জানা যাচ্ছে, বুলন্দশহরে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ জন নাবালক। ধাক্কা মারার পরেই ট্রাকটি ফেলে পালায় চালক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Advertisement

ঘড়িতে সময় রবিবার রাত প্রায় ২টো ১০। বুলন্দশহর এবং আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রাক্টরটিতে মোট ৬১জন ছিলেন। সকলেই কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীর যাচ্ছিলেন তীর্থ করতে। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এরপরেই এলাকার মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেন। 

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আলিগড় মেডিক্যাল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং খুরজার কৈলাশ হাসপাতালে চিকিৎসাধীন।এসএসপি সিং জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন ভেন্টিলেটরে রয়েছেন এবং নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জেলাশাসক, এসএসপি এবং অন্যান্য কর্মকর্তারা আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement