ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে দিল্লির এইমসে তাঁর চিকিৎসা চলছে। আইসিইউ-তে চিকিৎসাধীন ৬৩ বছরের সাংসদ। তাঁর শারীরিক পরিস্থিতি জানতে দিল্লির এইমসে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সামান্য হলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনই আইসিইউ থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে না।
গত শনিবার, ১৪ জুন নিজের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সাংসদ। তড়িঘড়ি তাঁকে নিউ আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা। তবে হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর ঝুঁকি নেননি চিকিৎসকরা। ১৯ জুন, বৃহস্পতিবার এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় গ্যাস্ট্রো এনট্রোলজিস্ট-সহ বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে তৈরি হয় মেডিক্যাল বোর্ড।
এইমস সূত্রে খবর, অভিজিৎবাবুর পরিস্থিতি যথেষ্ট জটিল ছিল। জিআই সেপসিস তাঁর শরীরের বেশ ক্ষতি করেছে। এমনিতেই এই রোগের চিকিৎসা সময়মতো শুরু না হলে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যুমুখে পড়তে পারেন রোগী। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইমসের চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিয়েছেন বলে খবর। তাঁকে গ্যাস্ট্রো এনট্রোলজিস্ট ছাড়াও সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন অ্যানাস্থেশিস্টরাও। সূত্রের আরও খবর, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনও কয়েকদিন আইসিইউ-তে রেখেই চিকিৎসা প্রয়োজন। যদিও পাশাপাশি জেনারেল ওয়ার্ডে অভিজিৎবাবুর জন্য একটি বেড তৈরি রাখা হয়েছে। তিনি একটু স্থিতিশীল হলেই সেখানে স্থানান্তরিত করা যেতে পারে বলে এইমস সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.