সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে নয়, বিহারে আপ লড়বে নিজের দমে।
বুধবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিক বৈঠক করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আমরা বিহারের আসন্ন নির্বাচনে লড়তে চলেছি। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই।” তাৎপর্যপূর্ণভাবে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল, সেটা ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল। আপ আর সেই জোটে নেই।
চলতি বছরের শুরুতে দিল্লির নির্বাচনে আপ বড়সড় ধাক্কা খাওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। কিন্তু সম্প্রতি পাঞ্জাব ও গুজরাটের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় আপের জন্য ‘মৃত সঞ্জীবনী’র কাজ করেছে। ফের পূর্ণ উদ্যমে দেশজুড়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন আপ সুপ্রিমো।
আপের বিহার অভিযানের ঘোষণায় ইতিমধ্যেই কটাক্ষ ছুঁড়েছে বিজেপি। বিজেপির এক মুখপাত্র বলছেন, “বিহারী এবং পূর্বাঞ্চলীয়রা ইতিমধ্যেই দিল্লির নির্বাচনে কেজরিওয়ালের মাথা মুড়িয়ে দিয়েছেন। কেজরিওয়াল বিহারে এলেই বুঝবেন, রাজনৈতিকভাবে তাঁর কোনও গুরুত্ব নেই।” তবে কেজরির বিহারে আগমনে বিজেপির থেকেও সম্ভবত বেশি চিন্তায় থাকবে বিরোধী শিবির। সদ্যই হরিয়ানা নির্বাচনে আপ-কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে বিজেপি। আবার দিল্লিতেও আপ ও কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে গেরুয়া শিবির। বিহারেও আপ এলে সেই বিরোধী ভোটেই ভাগ বসানোর সম্ভাবনা। তাতে আখেরে ক্ষতি হতে পারে বিরোধী মহাজোটের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.