সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও দমনে বুধে জোড়া সাফল্য। ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হয়েছে শীর্ষ মাওবাদী নেতা। অন্যদিকে একই দিনে ছত্তিশগঢ়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় আত্মসমর্পণ করলেন ৯ জন মাও সদস্য। পুলিশ জানিয়েছে তাঁদের মধ্যে ৬ জনের মাথার মোট দাম ২৪ লক্ষ টাকা।
বিজাপুরের পুলিশকর্তা জীতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, শীর্ষ পুলিশকর্তা এবং সিআরপিএফ আধিকারিকদের সামনে বুধবার আত্মসমর্পণ করেন ৯ জন মাওবাদী নেতা। আত্মসমর্পণের কারণ ‘অন্তঃসারশূন্য মাও আদর্শ’, নিরীহ আদিবাসীদের উপর নৃশংসতায় বিতরাগ এবং নিষিদ্ধ সংগঠনটির মধ্যে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বিরোধ। আরও জানান, আত্মসমর্পণকারী নকশালপন্থীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের মাদ বিভাগের দলীয় সদস্য বাকসু ওয়াম (২৭), যার মাথার দাম ৮ লক্ষ টাকা। দুই এলাকা কমিটির সদস্য, বুধরাম পোতাম (৩৬) এবং হিদমা ওরফে হিরিয়া (২৬), যাদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে।
উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্য বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে নেমে চলতি বছরে এখনও পর্যন্ত শুধুমাত্র ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২২৭ জন মাওবাদীর। এর মধ্যে ২০৮ জনের মৃত্যু হয়েছে বস্তার রেঞ্জে। যার মধ্যে রয়েছে বিজাপুর, বস্তার, কাঙ্কের, কোন্ডাগাঁও, নারায়ণপুর, সুকমা এবং দান্তেওয়াড়া জেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.