Advertisement
Advertisement
Odisha

ঘুমন্ত সহপাঠীদের চোখে ফেবিকুইক! ওড়িশায় ৮ পড়ুয়ার অন্ধ হওয়ার জোগাড়, ভর্তি হাসপাতালে

হস্টেলে ঘুমন্ত অবস্থায় চোখে ফেবিকুইক দিল সহপাঠী!

8 Odisha students hospitalised after classmates put Fevikwik in their eyes
Published by: Kishore Ghosh
  • Posted:September 13, 2025 4:32 pm
  • Updated:September 13, 2025 4:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজা করতে গিয়ে অন্ধ হওয়ার যোগাড় সহপাঠীদের! ওড়িশার একটি আবাসিক বিদ্যালয়ে ৮ ছাত্রের চোখে ফেবিকুইক দেওয়ার অভিযোগ। ঘুমন্ত অবস্থায় এই কাণ্ড করে অজ্ঞাত এক বা একাধিক পড়ুয়া। আট জন পড়ুয়াকেই হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শুক্রবার রাতে ওড়িশার কান্ধামাল জেলার সালাগুড়া এলাকার সেবাশ্রম স্কুল হস্টেলে ঘটনাটি ঘটেছে। ঘুম ভাঙলেও ওই আট ছাত্র কিছুতেই চোখ খুলতে পারছিল না। দ্রুত তাদের গোচ্ছাপাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ফুলবানির জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন আঠালো পদার্থ চোখের গুরুতর ক্ষতি করেছে। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় ভয়ংকর পরিণতি প্রতিরোধ করা গিয়েছে। আট জনের মধ্যে সাত ছাত্র এখনও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে হস্টেলে এমন ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন শাহুকে সাসপেন্ড করা হয়েছে। হস্টেলের ভেতরে কীভাবে এমনটা ঘটল তা তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল বোর্ড। ওয়ার্ডেন, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হস্টেল কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ফেবিকুইক সংগ্রহ করল, এই কাজের পেছনে কী উদ্দেশ্য ছিল, যাবতীয় খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ