Advertisement
Advertisement
Nashik

নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত অন্তত ৭

গুরুতর আহত অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

7 Killed, 2 Injured In Car-Bike Collision In Nashik

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 17, 2025 6:50 pm
  • Updated:July 17, 2025 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত সাত জনের। গুরুতর আহত অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নাসিকের ভানি-ডিন্ডোরি রোডে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইককে আচমকা ধাক্কা মারে। তারপরই বাইক এবং গাড়িটি পাশের একটি খালে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাদের অবস্থা সংকটজনক। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ড্রাইভারের ভুলের কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।  

পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement