দুর্ঘটনাস্থলের ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারে (Bihar) ভাগলপুরে। বিয়ে বাড়ি যাওয়ার পথে বালি বোঝাই ট্রাক চাপা পড়ে মৃত্যু হল ৬ যাত্রীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
জানা যাচ্ছে, সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে মুঙ্গের থেকে পিরপন্তি যাচ্ছিলেন ৯ জন যাত্রী। পথে ভাগলপুর জেলার আমাপুর গ্রামের কাছে রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে গাড়ির উপর । এই ঘটনায় কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা হয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ যাত্রীর। ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। আহতদের উদ্ধার করে ভাগলপুরের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
VIDEO | At least six people were killed in a road accident that took place late on Monday on NH 80 in Bihar’s district. More details are awaited.
(Source: Third Party)
— Press Trust of India (@PTI_News)
পাশাপাশি, দুর্ঘটনার পর থেকে পলাতক বালি বোঝাই ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই ট্রাকে অবৈধ বালি পাচার হচ্ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.