সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজই দিল্লির মৌসম ভবন জানিয়েছে যে দেশের আশি শতাংশ ভূভাগে ঢুকে পড়েছে বর্ষা। তাতেই দেশের বিভিন্ন প্রান্তে দুর্যোগ। একদিকে যখন পূবের রাজ্য অসম (Assam) বন্যার কবলে, তখন ভারী বর্ষণে ধস এবং হড়পা বানের জেরে বিপর্যস্ত উত্তরের হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সেখানে দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমপক্ষে ১০ জন। বৃষ্টিতে ৩০৩টি পশু মারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা। এই পরিসংখ্যান খোদ হিমাচল প্রশাসনের।
বর্ষার শুরুতেই হিমালয়ের পাদদেশের রাজ্যগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। গতকালই উত্তরাখণ্ডে (Uttarakhand) হড়পা বানে নদীতে ভেসে গিয়েছিল চালক-সহ একটি গাড়ি। হিমাচলের পরিস্থিতি তার চেয়েও খারাপ। সেখানে বিভিন্ন এলাকায় ধস নেমেছে। মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ কিমি রাস্তা জুড়ে যানজটের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকরা। আটকে পড়েছেন প্রায় ২০০ জন। দুর্ভোগ বাড়ছে হোটেলগুলিতে ঘর খালি না থাকায়। দুর্যোগে বিপর্যস্ত ভিন রাজ্যে কোথায় রাত কাটাবেন বুঝতে পারছেন না পর্যটকরা।
Landslide in Himachal: Several tourists are stranded, vehicles are stuck, and no hotel rooms as the Mandi-Kullu highway blocked
— Oneindia News (@Oneindia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.