Advertisement
Advertisement
Delhi

উৎসবের আবহে দেশজুড়ে নাশকতার ছক! গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গি

দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চলে।

5 suspected terrorists arrested from many places in country amid festive season

প্রতীকী ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 11, 2025 9:53 am
  • Updated:September 11, 2025 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আবহে বড়সড় নাশকতার ছক ফাঁস! গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন জঙ্গি। ধৃত পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায়। পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তল্লাশিতে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এছাড়াও বেশ কিছু রাসায়ানিক উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরক তৈরির কাজে ওই রাসায়ানিক ব্যবহার করা হতো। উৎসবের মরশুমে দেশে বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের? খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বুধবারই রাঁচি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং রাঁচি পুলিশের বিশেষ দল। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই দিল্লি থেকে আরও একজনকে ধরা হয়। ধৃত দুজনই আইএসের সক্রিয় সদস্য বলে অনুমান তদন্তকারীদের। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাতে দেশের একাধিক রাজ্যে হানা দেয় তদন্তকারীদের বিশেষ দল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লি থেকে ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির নাম আফতাব এবং সুফিয়ান। দুজনেই বিস্ফোরক তৈরিতে পারদর্শী।

সূত্রের খবর, ধৃতরা একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করত। আর তা ব্যবহার করে পাক হ্যান্ডেলারদের যোগাযোগ রাখত বলে অনুমান পুলিশের। শুধু তাই নয়, ওই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় যুবকদেরও ধৃতরা টার্গেট করত বলেও মনে করছেন তদন্তকারীরা, যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। একই দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement