Advertisement
Advertisement

Breaking News

Delhi

দিল্লির ৫ স্কুলে বোমা হামলার হুমকি, ৩ দিনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্কের ইমেল

স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

5 schools of Delhi received bomb threat via email
Published by: Amit Kumar Das
  • Posted:July 16, 2025 10:04 am
  • Updated:July 16, 2025 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিল্লির ৫টি স্কুলে বোমা হামলা হুমকি। বুধবার সকালে এহেন হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল রাজধানীতে। এই নিয়ে গত তিন দিনে দিল্লির ১০টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। স্বভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল ও বসন্ত ভ্যালি স্কুলে। এরপর একইরকম হুমকি মেল আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ, বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠাল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই নিয়ে গত তিন দিনে দিল্লির ১০টি কলেজ ও স্কুলে একইরকম হুমকি মেল পাঠানো হল। এর আগে দিল্লির নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে এই ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement