সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোদাবরী নদীতে পুণ্যস্নান করতে নেমে অঘটন। তলিয়ে গেল ৫ কিশোর। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নির্মল জেলায়। সূত্রের খবর, দেহগুলিকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে নির্মল জেলার বসরের স্বরসতী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ১৮ জনের একটি পরিবার। তাঁরা রাজস্থানের বাসিন্দা। পুজো দেওয়ার আগে একসঙ্গে সবাই নদীতে স্নান করতে নামেন। আর তখনই ঘটে যায় অঘটন। জলের স্রোতে তলিয়ে যায় ৫ কিশোর। প্রত্যক্ষদর্শীদের দাবি, একাধিকবার বলা সত্ত্বেও ওই পাঁচ কিশোর পাড় থেকে দূরে চলে যাচ্ছিল। এরপরই স্রোতের চানে আচমকা তলিয়ে যায়। জলের গভীরতা এতটাই বেশি ছিল যে তাঁদের কোনওভাবেই উদ্ধার করা সম্ভব হয়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্ল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বেশ কিছুক্ষণ তল্লাশির পর অবশেষে তাঁদের উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রাকেশ, বিনোদ, মদন, রুটিক এবং ভারত। প্রত্যেকের বয়সই ২০ বছরের নিচে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের এক আধিকারিক বলেন, “অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। পাঁচজনই কিশোর। কোনওভাবেই তাদের বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ তল্লাশির পর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.