Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে বর্বরতা! চুরির অভিযোগে চার যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে ‘মার’ পুলিশের

চার যুবকের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম।

4 tribal youths beaten with belts at police station in Madhya Pradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 22, 2025 4:14 pm
  • Updated:July 22, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত আরেক রাজ্যের বর্বরতা প্রকাশ্যে। চুরির অভিযোগে চার আদিবাসী যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকী বেল্ট দিয়ে তাঁদের মারা হয় বলে অভিযোগ। ওই চার যুবকের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ প্রমাণিত না হওয়ার আগেই এভাবে অত্যাচর করা যায় কিনা সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের কথায়, গত ১৫ জুলাই আগে এলাকার চার যুবক বাইকে করে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। এরপরই থানায় তুলে নিয়ে যাওয়া হয় ওই চার যুবককে। সেখানেই তাঁদের অত্যাচার করে পুলিশ।

এই ঘটনা জানাজানি হতেই থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ওই চার যুবকের পরিবারের সদস্যরা। এরপরই বিশেষভাবে সক্ষম যুবককে ছেড়ে দেয় পুলিশ। তবে বাকি তিনজনকে জোর করে প্রায় চারদিন আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপরেই গত সোমবার ছত্তরপুরের পুলিশ সুপারের দপ্তরের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই স্থানীয় বাসিন্দা এবং ওই চার যুবকের পরিবার। পুলিশ সুপারের কাছে ছত্তরপুর থানার আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানান।

এদিকে এই ঘটনা নিয়ে ছত্তরপুরের এসডিপিও অমিত মেশরাম বলেন, “চার যুবকের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। কেন ওই চারজনকে মারধর করা হল সেই বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ