সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশে গুড়িয়ে দেওয়া হল কোচির অভিজাত এলাকার চারটি ফ্ল্যাট আবাসন। শনিবার সকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আবাসনগুলির ৩৫০টি ফ্ল্যাটে ২৪০টি পরিবার থাকত। মাস চারেক আগে এই আবাসনগুলি গুড়িয়ে দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালত জানায়, সমুদ্র উপকূলের নিয়ম ভেঙে আবাসনগুলি তৈরি করা হয়েছে। তবে আগেভাগেই ক্ষতিপূরণ দিয়ে পরিবারগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর আগে দেশে এতবড় ‘ধ্বংসযজ্ঞ’ হয়নি। এই প্রক্রিয়ায় ব্যাপক দূষণ ছড়াবে বলে মনে করা হচ্ছে।
Maradu flats demolition: H2O Holy Faith apartment tower demolished through controlled implosion
Advertisement— ANI (@ANI)
জানা গিয়েছে, সকাল ১১টা থেকে ১৮ তলা H20 হলিফেইথ ও আলফা সেরেন ফ্ল্যাট দু’টি ভাঙার প্রক্রিয়া শুরু হয়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিল্ডিং গুড়িয়ে দেওয়া হয়। বাকি দু’টি বিল্ডিং রবিবার ভাঙা হবে বলে খবর। বিল্ডিংগুলি থেকে আগেভাগেই দরজা-জানলা-সহ প্রায় সবকিছুই সরিয়ে নেওয়া হয়। গোটা প্রক্রিয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এই কাজে প্রায় ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিশেষ পদ্ধতিতে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে ফ্ল্যাটের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে পড়ার বদলে নিচের দিকে জমা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচির মারাদু এলাকায় বিমান, সড়ক ও জল পরিবহণ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই ওই আবাসনের বাসিন্দা সরিয়ে দেওয়া হয়ে। একইসঙ্গে আশপাশের বাড়ির বৈদ্যুতিন সংযোগ বন্ধ রাখার আবেদন জানানো হয়। ধুলোর দূষণ রুখতে দরজা-জানলা বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে।
Kochi: Alfa Serene complex with twin apartment towers in Maradu also demolished.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.