মঠে চলছে টাকা গুনতে ব্যস্ত সেবায়েতরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক মাসে উপচে পড়েছে প্রণামীর বাক্স। নগদ কয়েক কোটি টাকা তো বটেই সঙ্গে এসেছে বিপুল সোনা ও কেজি কেজি রুপো। ভক্তদের আস্থার সেই দানের টাকা গুনতেই হিমশিম অবস্থা মঠ কর্তৃপক্ষের। কড়া প্রহরায় সার বেঁধে মঠের কর্মীরা গুনে চলেছেন মঠের কর্মীরা। কর্নাটকের এক মঠের সেই ছবিই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো বিস্মিত নেটিজেনরা।
জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের রায়চুরে অবস্থিত রাঘবেন্দ্র স্বামী মঠের। প্রতিবছর এই সময়ে একমাস ধরে মঠে পালিত হয় রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী। সেখানেই এক মাসে ভক্তরা দান করেছেন ৩ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকা। নগদের পাশাপাশি মিলেছে ৩২ গ্রাম সোনা ও প্রায় দেড় কেজি রুপো। সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা গুনতে লাইন দিয়ে বসেছেন মঠের সেবাইতরা। প্রত্যেকের সামনে জমা হয়ে রয়েছে নোটের বান্ডিল ও খুচরো টাকা।
দক্ষিণের রাজ্যগুলিতে মন্দিরের আকাশ ছোঁয়া আয় অবশ্য নতুন কিছু নয়। তবে মাত্র একমাসে একটি মঠের এমন বিপুল আয় দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। মঠ কর্তৃপক্ষের দাবি, শুধু সোনা, রুপো ও টাকার পাশাপাশি বহুমূল্য আরও নানা সামগ্রী দান করেছেন ভক্তরা। ভক্তদের তরফে জানা যাচ্ছে, রাঘবেন্দ্র স্বামী মঠের মাহাত্ম্য কিন্তু কম নয়। ষোড়শ শতকের এই ধর্মগুরুর প্রতি অপার আস্থা এখানকার মানুষের। দেশ তথা বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত। গত বছর ভারত সফরে এসে এই মঠ পরিদর্শন করেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। এই মঠে এসে আরতি করে গোটা পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.