Advertisement
Advertisement
Telangana

পানীয় জলের ট্যাঙ্কে ভাসছে ৩০টি হনুমানের দেহ, মর্মান্তিক ঘটনা তেলেঙ্গানায়

মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

30 monkeys found dead in the water tank in Telangana

ফাইল ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 4, 2024 4:22 pm
  • Updated:April 4, 2024 4:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানীয় জলের ট্যাঙ্কে ভাসছে হনুমানের দেহ। তাও একটা- দুটো হয় একসঙ্গে তিরিশটা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চ্যল্য ছড়িয়েছে তেলেঙ্গানার নালগোন্ডা জেলায়। কীভাবে একসঙ্গে এতগুলো হনুমানের মৃত্যু হল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি প্রশ্ন উঠছে সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্য নিয়েও। যা নিয়ে সেরাজ্যের শাসকদল কংগ্রেসকে তোপ দেগেছে ভারত রাষ্ট্র সমিতি (BRS)।

Advertisement

জানা গিয়েছে, বুধবার নালগোন্ডার ১ নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পান। তার পর দেখা যায় ট্যাঙ্কে ভাসছে অনেক হনুমানের দেহ। সংখ্যাটা নয় নয় করে অন্তত তিরিশ। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহগুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্যাঙ্কটির ধাকনা কোনওভাবে খোলা ছিল। সেখানে পড়ে গিয়েই আটকে যায় হনুমানগুলো। মর্মান্তিক এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে তোপ দাগেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা বিআরএসের বিধায়ক কেটি রামা রাও। ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘রেবন্ত রেড্ডির সরকার মানুষের স্বাস্থ্যের থেকেও রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে। তেলেঙ্গানার পৌর বিভাগের অবস্থা খুবই লজ্জাজনক। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া হয় না। সমস্ত প্রোটোকল অবহেলা করা হচ্ছে।’

[আরও পড়ুন: ‘কংগ্রেস দলটা ভেঙে পড়েছে’, বহিষ্কৃত হয়েই খোঁচা সঞ্জয় নিরুপমের, বিজেপিতে যোগ?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ