সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কাছেই ভিরারে এক বহুতলের একাংশ ভেঙে পড়ায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের আড়ালে বহু মানুষ রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ে বলে দাবি।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় ৮ জনের জখম হওয়ার কথা জানা গিয়েছে। আবাসনের দুই অংশের মধ্যে একটির চারতলায় চলছিল এক শিশুর জন্মদিনের পার্টি। তখনই সেই অংশটি ভেঙে পড়ে। ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
| Palghar, Maharashtra | On the rescue operations after a building collapses in Virar, NDRF Deputy Commander Pramod Singh says, “Two teams of the NDRF responded to the accident site. One team is from Mumbai and one is from Palghar. As soon as the information was received…
— ANI (@ANI)
দ্রুত এলাকায় হাজির হয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন। এযাবৎ ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অন্তত ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা।বাড়িটি দশ বছরের পুরনো। আগেই সেটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল মুম্বই পুরসভা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.